পরীক্ষা হলে পৌঁছে মাথা ঘুরে পড়ে যান পরীক্ষার্থী। ছবি: প্রতিবেদক
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালের বেডে শুয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন জয়নগর থানার তিলপির হাদিসা মোল্লা।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসে হঠাৎই পরীক্ষা কেন্দ্রের মধ্যে অসুস্থ হয়ে পড়ে হাদিসা মোল্লা নামে ওই ছাত্রী। জয়নগর থানার অন্তর্গত তিলপি কামালিয়া হাই মাদ্রাসার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট পড়েছিল দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে।
কামালিয়া হাই মাদ্রাসার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হাদিসা মোল্লা দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা হলে পৌঁছে মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে ওই বিদ্যালয়ের একটি ঘরে বসানো হয়, কিন্তু তাঁর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় চিন্তিত হয়ে পড়ে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা।
খবর পেয়েই জয়নগর থানার আইসি পার্থসারথি পাল ঘটনাস্থলে পৌঁছান এবং তাঁর নির্দেশে পুলিশের সহযোগিতায় পরীক্ষা কেন্দ্র থেকে অসুস্থ হাদিসা মোল্লাকে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। তবে শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুক্ষণ পরীক্ষা দিতে পারেননি তিনি। তারপর আস্তে আস্তে শারীরিক সমস্যা একটু মিটলেই আবারও বিশেষ পরীক্ষকের উপস্থিতিতে হাসপাতালের সিক বেডে পরীক্ষা দেন হাদিসা।
Be First to Comment