উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : আবার বারুইপুর পুলিশ জেলার সাফল্য।এবার বারুইপুর পুলিশ জেলার ক্যানিং থানার ঘুটিয়ারি শরিফ থেকে উদ্ধার ২ কোটি টাকার হেরোইন। এক যুবককে গ্রেফতার করছে পুলিশ।
কোথা থেকে আনা হয়ে ছিল ওই মাদক?কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল? নেপথ্যে আর কে কে রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।দ: ২৪ পরগনার ক্যানিংয়ের ঘুটিয়ারি শরিফ এলাকা থেকে মাদক পাচারের অভিযোগ আসছিল দীর্ঘদিন ধরে। বহুবার একাধিক অভিযুক্ত ধরা পড়েছে।
গোপন সূত্র মারফত সম্প্রতি বারুইপুর জেলা পুলিশের কাছে খবর পৌঁছায় যে ঘুটিয়ারি শরিফ থেকে বড় অঙ্কের মাদক পাচারের ছক রয়েছে একটি পাচার চক্রের। বিষয়টি জানা মাত্রই নিজেদের মতো করে ফাঁদ পাতে পুলিশ।মঙ্গলবার রাতে ক্যানিং এর এসডিপিও রামকুমার মন্ডলের নেতৃত্বে ক্যানিংয়ের ঘুটিয়ারি শরিফে হানা দেন পুলিশের বিশেষ টিম। আর সেখান থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম আবদুল মোল্লা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ২ কেজি হেরোইন ও নগদ টাকা। উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবক পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা। কার সূত্র ধরে ক্যানিংয়ে এল এই যুবক? এই মাদক পাচারের সঙ্গে কার কার যোগ রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতকে জেরা করলে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশাবাদী পুলিশ।ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।



Be First to Comment