Press "Enter" to skip to content

অতিভারী বৃষ্টিতে ধান ও সবজি চাষে ক্ষতির মুখে জয়নগরের চাষিরা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : ঘূর্ণিঝড় দানার দাপটের পরে অতি বৃষ্টিতে ধান ও সবজি চাষে ক্ষতির মুখে পড়ে দুশ্চিন্তায় জয়নগরের চাষিরা।

কয়েক দিন আগে প্রবল বৃষ্টিতে ধান চাষের জমি জলমগ্ন হওয়ায় জলে ডুবে যায় ধান গাছ। অন্য দিকে বর্ষার সময় চারা করা শীতকালীন সবজি বাগান জলমগ্ন হওয়ায় সবজি চাষে ক্ষতির মুখে পড়েছে চাষিরা।

জয়নগর-১ ব্লক কৃষি দফতর সূত্রে খবর, জয়নগর-১ ব্লকের ১২টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ধান চাষে কমবেশি ক্ষয় ক্ষতি হয়েছে। তবে জয়নগর-১ ব্লকের খাকুড়দহ, জাঙ্গালিয়া, নারায়ণীতলা, হরিনারায়ণপুর, রাজাপুর করাবেগ ও ঢোষা চন্দনেশ্বর পঞ্চায়েত এলাকায় সবজি চাষে ভালোই ক্ষয় ক্ষতি হয়েছে।

জাঙ্গালিয়ার কয়েকজন চাষি বলেন, মূলত সবজি বাগান থেকে তাঁদের সংসার চলে। এই বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে। কি করে সংসার চলবে বুঝতে পারছেন না।

এ ব্যাপারে জয়নগর-১ ব্লকের সহ কৃষি অধিকর্তা মহাদেব বারুই বলেন, কৃষি দফতরের বিশেষজ্ঞরা সম্প্রতি বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে চাষিদের সঙ্গে কথা বলেছেন। এই সময় কি করণীয় সে বিষয়ে তাঁরা মতামতও দিয়েছেন ।

বৃষ্টি পুরোপুরি বন্ধ হওয়ার কয়েকদিন পরে ক্ষতির সঠিক পরিমাণ বোঝা যাবে। তাঁর পরে সেই হিসাব করে জেলা কৃষি দফতরে পাঠানো হবে এবং তার পরে কৃষকদের কিভাবে সহায়তা করা যায় তা দেখা হবে। তবে এই বৃষ্টির ফলে সবজির দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।

এরই মধ্যে বন্যা, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ৬১ লক্ষ ৫৫ হাজার কৃষককে ক্ষতিপূরণ দিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমা সংস্থাগুলিকে ক্ষতিগ্রস্ত সমস্ত কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। কৃষি ও পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *