Press "Enter" to skip to content

পূর্ব রেলের আসানসোল ডিভিশনের উইমেনস্ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা শিবির

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল : পূর্ব রেলের আসানসোল ডিভিশনের উইমেনস্ ওয়েলফেয়ার অর্গানাইজেশনর উদ্যোগে বৃহস্পতিবার স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল।

আসানসোলের দোমহানি রেলওয়ে কলোনিতে হওয়া এই স্বাস্থ্য সচেতনতা শিবিরে আসানসোলে ডিভিশনের মহিলা কর্মী ও তাদের পরিবারের জন্য স্তন ক্যান্সার, সার্ভিকাল ক্যান্সার ও হাড়ের ঘনত্ব ( বোন ডেনসিটি) বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই অনুষ্ঠানে ওম্যানস্ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি অঞ্জলি সিং এবং অন্য সদস্যদের উপস্থিতিতে মহিলাদের স্বাস্থ্য সম্পর্কিত আধিকারিক ও চিকিৎসকরা তথ্যপূর্ণ সেশন করেন। চিকিৎসা ও পেশাদাররা ব্যাখ্যা করেন যে কী ভাবে মহিলারা ব্যক্তিগত চিকিৎসা সমস্যা-সহ স্বাস্থ্য সমস্যাগুলি সনাক্ত করতে এবং সমাধান করতে পারেন।

স্তন ক্যান্সার ও জরায়ুর ক্যান্সার বিশ্ব জুড়ে মহিলাদের হচ্ছে সবচেয়ে বেশি, অন্যসব ক্যান্সারের মধ্যে। প্রাথমিক স্তরে এই ক্যান্সার সনাক্ত করতে পারলে, তা উল্লেখযোগ্যভাবে চিকিৎসায় সাড়া পাওয়া যায় এবং দ্রুত নিরাময় হয়।

এদিনের এই স্বাস্থ্য সচেতনতা শিবির থেকে নিয়মিত চেকআপ, পরীক্ষা ও এই রোগগুলির ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে জীবনধারা পরিবর্তনের গুরুত্ব সম্পর্কে দরকারী তথ্য দেওয়া হয়। এ ছাড়াও শিবির থেকে হাড়ের স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে এবং প্রতিরোধ ও প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সচেতন করে অস্টিওপোরোসিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে।

উইমেনস্ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের লক্ষ্য মহিলাদের তাঁদের হাড়ের যত্ন নেওয়ার জন্য ক্ষমতায়ন করা, ঘনত্ব, সামগ্রিক পেশীর স্বাস্থ্যের উন্নতি করা ও কার্যকর ভাবে পরিচালনা করার ক্ষমতার কথা বলা হয়।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »
More from লাইফস্টাইলMore posts in লাইফস্টাইল »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *