আসানসোল উত্তর থানার সাতপুকুরিয়া এলাকায় চাঞ্চল্য। নিজস্ব ছবি
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: বাড়ির অদূরে জঙ্গলে গাছ থেকে গলায় প্যান্ডেল বাঁধা ফিতের ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। রবিবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোল উত্তর থানার সাতপুকুরিয়া এলাকায়।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম নয়ন বাউরি (৩৮)। তাঁর বাড়ি সাতপুকুরিয়া এলাকাতেই। এ দিন বিকেলে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা ১২টা নাগাদ আসানসোলের সাতপুকুরিয়ার জঙ্গলে গাছে প্যান্ডেল বাঁধা ফিতে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় নয়ন বাউরিকে দেখতে পান এলাকার বাসিন্দারা।
খবর পেয়ে বাড়ির লোকেরা দৌড়ে আসেন। তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ওই যুবক কোনো কারণে মানসিক অবসাদে ভুগছিলন । সেজন্যে হয়তো ওই যুবক আত্মঘাতী হয়েছেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।
Be First to Comment