অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল : বাড়ি থেকে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। শনিবার রাতের এই ঘটনায় আসানসোল দক্ষিণ থানার কুমারপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
মৃত যুবকের নাম শিব কুমার সিং (৪২)। রবিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহের ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে আসানসোলের কুমারপুরের বাসিন্দা শিব কুমার সিংকে বাড়ির লোকেরা ঘরের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষার পরে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ওই যুবক কোনো কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। যে কারণে তিনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন এমনটাই ধারণা ।
এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে ।
Be First to Comment