অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল : প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য । ক্লাসরুমের ভেতর থেকে উদ্ধার হলো গলায় দড়ি দেওয়া প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ। সোমবার সন্ধ্যার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোলের বারাবনি থানার অন্তর্গত পুঁচড়া এলাকায়।
পু্ঁচড়া ফ্রি প্রাইমারি স্কুলের ভেতরে একটি ক্লাসরুম থেকে এদিন সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত হালদার (৫৫)-এর ঝুলন্ত দেহ পাওয়া যায় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
আরও জানা গেছে, প্রত্যেক দিনের মতো এ দিন সকাল সাড়ে ১০টায় স্কুলে ক্লাস করতে আসেন। বিকেল সাড়ে ৩টে নাগাদ তিনি নিজের বাড়ি বারাবনির দোমহানি বাজার রায়-পাড়া বিনোদ ডাঙায় চলে আসেন। কিন্তু এ দিন তিনি বিকেল ৫টার সময় বেরিয়ে যান।

কিন্তু পরে পুঁচড়া ফ্রি প্রাইমারি স্কুলের ভেতরে একটি ক্লাসরুমের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে বারাবনি থানায় স্থানীয় বাসিন্দারা খবর দেন। এর পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তের পরে মনে করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণে মানসিক অবসাদ থেকেই হয়তো প্রধান শিক্ষক এমন ঘটনা ঘটিয়েছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে আসানসোল জেলা হাসপাতালে মৃতদেহর ময়নাতদন্ত হবে।




Be First to Comment