সোমবার সকালে আসানসোল জেলা হাসপাতালে ওই কলেজ পড়ুয়ার মৃতদেহের ময়নাতদন্ত হয়। প্রতীকী ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল : বাড়ি থেকে গলায় দড়ি দেওয়া কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার ৬০ ফুট বাইপাস রোডের নিবেদিতা মার্গে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, মৃত কলেজ পড়ুয়ার নাম শিবানী সিং (২০)। সোমবার সকালে আসানসোল জেলা হাসপাতালে ওই কলেজ পড়ুয়ার মৃতদেহের ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোলের ৬০ ফুট বাইপাস রোডের নিবেদিতা মার্গের বাসিন্দা শিবানী সিং রবিবার বাড়িতে একাই ছিলেন। তাঁর বাবা ও মা একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যান। ররিবার রাতে তারা বাড়ি ফিরে আসেন। কিন্তু বারবার ডাকার পরও শিবানী দরজা খুলছিলেন না। চিৎকার শুনে প্রতিবেশীরা চলে আসেন।
খবর পেয়ে হিরাপুর থানার পুলিশ আসে। এরপর পুলিশের সাহায্যে দরজা খুলে ঘরের মধ্যে ঢুকে দেখা যায় শিবানী গলায় দড়ি দিয়ে ঝুলছেন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, কলেজ পড়ুয়ার কাছ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। ওই কলেজ পড়ুয়া আইন নিয়ে পড়াশোনা করার জন্য সম্প্রতি ওড়িশার একটি কলেজে ভর্তি হয়েছিলেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, পড়াশোনা বা অন্য কোনো কারণে ওই কলেজ পড়ুয়া সম্ভবত মানসিক অবসাদে ভুগছিলেন ।
সেই কারণে হয়তো তিনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন । সুইসাইড নোটে তাঁর মৃত্যুর কারণ নিয়ে কাউকে দায়ী করেননি। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
Be First to Comment