সোমবার সকালে আসানসোল জেলা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হবে। প্রতীকী ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: বাড়ির দোতলার ঘর থেকে গলায় দড়ি দেওয়া নবম শ্রেণির এক স্কুল পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হল।
রবিবার সন্ধ্যার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোল উত্তর থানার মুর্গাশোলের দিলদার নগর এলাকায়। মৃত স্কুল পড়ুয়ার নাম মাহি শান ( ১৫)। জানা গেছে, আসানসোলের বাসিন্দা মাহি শান আসানসোল গুরুনানক ইংরেজি মাধ্যম হাইস্কুলে নবম শ্রেণিতে পড়ত।
রবিবার সকাল থেকে সে বাড়ির দোতলার ঘরে ছিল। বিকেল সাড়ে ৩টে নাগাদ মাহি তার বাবা রুপেস শানের সঙ্গে কথা বলে। এরপর সে ঘরে চলে যায়। সন্ধ্যা ৬টা পর্যন্ত সে ঘর থেকে না বেরোনোয় বাড়ির লোকেদের সন্দেহ হয়।
তাঁরা তখন ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন, মাহি সিলিংয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছে। সঙ্গে সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
কী কারণে বাড়ির মেয়ে এমন ঘটনা ঘটাল, তা কেউ বুঝে উঠতে পারছেন না, শান পরিবারের সদস্যরা এমন ঘটনায় হতভম্ব ।
পুলিশ জানায়, সোমবার সকালে আসানসোল জেলা হাসপাতালে স্কুল পড়ুয়ার মৃতদেহের ময়নাতদন্ত হবে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, কোনো কারণে মানসিক অবসাদে ভুগছিল ওই স্কুল পড়ুয়া। সম্ভবত সেই কারণে আত্মঘাতী হয়েছেন ওই স্কুল পড়ুয়া।
Be First to Comment