রানিগঞ্জ : বাড়িতে ঘরের ভেতর থেকে উদ্ধার হল দ্বাদশ শ্রেণির এক স্কুল পড়ুয়ার ঝুলন্ত দেহ। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।
বৃহস্পতিবার ভোররাতের এই ঘটনায় আসানসোলের রানিগঞ্জ থানার আসানসোল পুরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের নাথমল কোলিয়ারির উড়িয়া ধাওড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্বাদশ শ্রেণীর ওই স্কুল পড়ুয়ার নাম বিষ্ণু সোয়াইন(১৮)। বৃহস্পতিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে স্কুল পড়ুয়ার মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উড়িষ্যার বাসিন্দা বিষ্ণু সোয়াইন পরিবারের সদস্যদের সঙ্গে রানিগঞ্জ থানার নাথমল কোলিয়ারির উড়িয়া ধাওড়ায় থাকতো। তার বাবা ইসিএলের কর্মী। সে অন্যদিনের মতো বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া খেয়ে গল্প করে নিজের শোওয়ার ঘরে ঘুমোতে চলে যায়। বৃহস্পতিবার ভোররাত সাড়ে তিন নাগাদ তার মা বাড়ির পুজোর ফুল তুলতে বাড়ির বাইরে বেরোন।

এরপর তিনি নিজের মেয়ের বাড়ির দরজা খুলতেই দেখেন সে তারই শাড়ি গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানে ঝুলছে। তার চিৎকারে বাড়ির লোকেরা দৌড়ে আসেন। খবর পেয়ে প্রতিবেশীরাও আসেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
স্কুল পড়ুয়ার বাবা বা মা কি বলতে পারছেন না কী কারণে তাঁদের মেয়ে এমন ঘটনা ঘটাল। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ওই স্কুল পড়ুয়া কোনো কারণে মানসিক অবসাদে ভুগছিল। যে কারণে সে কারণে গলায় শাড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।



Be First to Comment