আসানসোল : আসানসোল দক্ষিণ থানার আসানসোল গ্রামের বাসিন্দা ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার হলো সোমবার সকালে। মৃত ব্যবসায়ীর নাম পলাশ রায় ওরফে জীবন (৫৭)। সাতসকালের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন সকালে ওই ব্যবসায়ী গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অনুমান।
ব্যবসায়ীর এই মৃত্যুতে স্বাভাবিক ভাবেই পরিবারের সদস্য থেকে পরিজন সবাই বিস্মিত ও হতচকিত হয়ে পড়েন। রাজনৈতিক ভাবে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে প্রচুর মানুষ ছুটে আসেন।জানা গেছে, আসানসোল গ্রামের বাসিন্দা পলাশ রায়ের মূলত রডের পাইকারি ব্যবসা ছিল। এছাড়াও তার আরও কিছু ব্যবসাও ছিল । তিনি আর্থিকভাবেও যথেষ্ট সচ্ছল ছিলেন।
এদিন সকালে তিনি অন্যদিনের মতো বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। এক জায়গায় তিনি পরিচিত লোকজনদের সাথে বসে চা খান। কিছুক্ষণ পর তিনি সেখান থেকে বাড়ি চলে যান। তারপর তিনি আসানসোল গ্রামেই তার বাড়ির পাশে অন্য একটি বাড়িতে যান। পরে তাকে সেই বাড়ির মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে মনে করা হচ্ছে ওই ব্যবসায়ী কোনও কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। যে কারণে তিনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।



Be First to Comment