আসানসোল: শুক্রবার সারাদেশের সঙ্গে সঙ্গতি রেখে আসানসোলে সাড়ম্বরের সঙ্গে পালিত হল শিখ সম্প্রদায়ের প্রথম গুরু, গুরু নানকের ৫৫৫ তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে বিকেলে আসানসোল শহরে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে।
গুরু নানকের জন্মজয়ন্তী উদযাপনের অংশ হিসাবে গত তিনদিন ধরে আসানসোলের ইসমাইলের গুরু নানক হাইস্কুলে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। এদিন সেখানে শিখ সম্প্রদায়ের মানুষজন উপস্থিত হন, পুজো দেন এবং গুরু নানকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উৎসবে অংশ নিতে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
বিকেল তিনটার পর গুরু নানক হাইস্কুল থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি এসবি গরাই রোড, জিটি রোড হয়ে মুর্গাশোলের রামবন্ধু তলাওয়ে গুরুনানক নগরে অবস্থিত গুরুদ্বোয়ারায় এসে শেষ হয়।
এই বর্ণাঢ্য শোভাযাত্রা এবং উদযাপন শহরের মানুষের মধ্যে উৎসবের আমেজ এনে দেয় এবং শিখ সম্প্রদায়ের ঐতিহ্যকে উদযাপন করার সুযোগ করে দেয়।
Be First to Comment