অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: পূর্ব মেদিনীপুরের কাথি সমবায় ব্যাংকের ডিরেক্টর নির্বাচনকে কেন্দ্র করে দলের মধ্যে কোন গোষ্ঠীদ্বন্দ বরদাস্ত করা হবে না বলে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। গত দুটি বৈঠকে এই নিয়ে সমস্যার কোন সমাধান না হওয়ায় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী জেলার নেতাদের সঙ্গে বুধবার আরও এক দফায় বৈঠক করেন। সেখানেই দলের প্রধান টেলিফোনে বৈঠকে উপস্থিত জেলার সব নেতাদের এই বার্তা দিয়ে রাজ্য সভাপতির তৈরি করা প্যানেলই চূড়ান্ত বলে মেনে নিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
ডিরেক্টর নির্বাচনকে কেন্দ্র করে যাঁরা ভিন্ন প্যানেল তৈরি করার চেষ্টা করছেন তিনি তাঁদের দ্রুত তা প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেন। ২৮ জানুয়ারির পরে তিনিই বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য নির্বাচনে জয়ের পরে আগামী ৩১ জানুয়ারি কাথি সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচনের জন্যে বিধায়ক অখিল গিরি ও জেলায় দলের নেতা উত্তম বারিকের অনুগামীরা ৩০টি মনোনয়ন পত্র তুলেছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি সুব্রত বক্সীর নেতৃত্বে গত দুটি বৈঠকে তিনি বোর্ডের প্যানেল নির্বাচন করলেও দুই পক্ষ তা মানতে চায়নি বলে জানা গিয়েছে।





Be First to Comment