উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন : বিশ্ব পরিবেশ দিবস চলে গেছে গত ৫ ই জুন বুধবার। কিন্তু তার রেশ এখনো চলছে সুন্দরবনে।বিশ্ব উষ্ণায়নে ভুগছে সারা বিশ্ব। আর এর হাত থেকে বাঁচতে প্রয়োজন বেশি বেশি করে বৃক্ষ রোপণ করা।আর তাই রবিবার সুন্দরবনের বিভিন্ন অঞ্চলের ছাত্র-ছাত্রীরা (ছাত্র শক্তি) যৌথ ভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো।
এদিন এই চারা গাছ রোপণের সূচনা হয় সুন্দরবনের ক্যানিং মহকুমার তালদি সুরাবালা শিক্ষায়তন ফর গার্লস স্কুল প্রাঙ্গণে ।বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি এই এলাকার প্রশাসনিক কর্মকর্তা এবং সমাজ সচেতন বহু মানুষ উপস্থিত ছিলেন এই বৃক্ষরোপন কর্মসূচিতে। সাইকেল মিছিলের মাধ্যমে সুরাবালা শিক্ষায়াতন ফর গার্লস স্কুল এবং মোহন চাঁদ হাই স্কুলের মধ্য দিয়ে ১০ কিলোমিটার অতিক্রম করে হোমড়া পলতা হাই স্কুলে গিয়ে সচেতনতা মূলক রেলির সমাপ্তি হয়।এদিন এই বর্ণাঢ্য বৃক্ষরোপণ যাত্রায় পরিবেশ সচেতন সম্পর্কিত বিষয় নিয়ে ছবি,প্লাকার্ড ছাড়াও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়।
পরিবেশ সর্ম্পকিত বার্তা দিতে মাইকিং করা হয়। গাছ কাটা বন্ধ করতে হবে , আরোও সবুজয়ান করতে হবে, বিশ্ব উষ্ণায়নের ফলে কিভাবে দিনের পর দিন তাপ প্রবাহ বাড়ছে , এই উষ্ণতা কমানোর জন্য এই পরিবেশে সচেতন করতে হবে তা প্রচার করা হয়।

পরবর্তী কালে এই শোভাযাত্রার সমাপ্তি স্থল হোমড়া পলতা হাই স্কুল প্রাঙ্গনে একটি আলোচনা সভা হয় পরিবেশ সম্পর্কিত বিষয় নিয়ে। এই আলোচনা সভায় কয়েকশো ছাত্র-ছাত্রী ছাড়া ও স্থানীয় মানুষ জন উপস্থিত ছিলেন।
এদিনের “বৃক্ষরোপণ অভিযান” যাত্রায় ১০০ টির উপর চারা গাছ রোপন করা হয় এবং আগামী বর্ষার সময়ে ৫ শতাধিক চারা গাছ রোপন করা হবে বলে ও এদিন উদ্যোক্তাদের তরফে জানানো হয়। আগামীদিনে তাল এবং খেজুর গাছ লাগানো হবে বলে ও জানানো হয় এদিন।



Be First to Comment