আসানসোল: বুধবার অনুষ্ঠিত হল আসানসোল গার্লস কলেজে এক রক্তদান শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল জেলা হাসপাতালের সুপার ডা. নিখিলচন্দ্র দাস, বার্নপুর ভলান্টিয়ার ব্লাড ডোনারসের কর্ণধার প্রবীর ধর-সহ অন্য বিশিষ্ট অতিথিরা।
ডা. নিখিলচন্দ্র দাস জানিয়েছেন, “আসানসোল গার্লস কলেজের ছাত্রীরা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে, এটা দেখে তিনি অত্যন্ত অভিভূত।” তিনি আরও বলেন, “কলেজের মেয়েরা শুধু রক্তদান নয়, বরং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সর্বদা এগিয়ে আসে। জেলা হাসপাতালে রক্তের সংকট থাকলেও এই কলেজের ছাত্রীরা তা মিটিয়ে দেয়, যা সমাজে তাদের অবদানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত”।
এই রক্তদান শিবিরে ৭০ জনেরও বেশি ছাত্রী রক্ত দিয়েছেন, যা বিশেষভাবে প্রশংসনীয়। তাঁদের এই উদ্যোগ সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার চমৎকার উদাহরণ হিসেবে দাঁড়িয়ে থাকবে।
Be First to Comment