সালানপুর :পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক কিশোরী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । ঘটনাটি ঘটেছে সালানপুর থানার সালানপুর কালীতলা বাসস্ট্যান্ডের কাছে একটি পুকুরে। জানা গেছে, ওই কিশোরীর নাম পায়েল রুইদাস (১২)।পিতা বিজয় রুইদাস। তার বাড়ি সালানপুর পঞ্চায়েতের রুইদাস পাড়া এলাকায়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ শুক্রবার সকালে এগারোটা নাগাদ তিন বন্ধু মিলে গরমে স্বস্তি পেতে সালানপুর এলাকায় কালিতলার বাসস্ট্যান্ডের কাছে একটি পুকুরের জলে স্নান করতে নামে।
ওই কিশোরী পুকুরের জলে তলিয়ে যায়। পায়েলকে তলিয়ে যেতে দেখে সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার করতে থাকে।চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে, এছাড়া খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সমাজসেবী ফুচু বাউরী।

খবর পেয়ে ঘটাস্থলে আসে সালানপুর থানার পুলিশ।ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘন্টা খানেক খোঁজাখুঁজির পর কিশোরীকে জলের তলা থেকে উদ্ধার করতে সমর্থ হয় ।
এরপর পুলিশ অ্যাম্বুলেন্স করে আসানসোল হাস পাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক সিকিৎসার পর মৃত ঘোষণা করে।এই মর্মান্তিক ঘটনায় এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে ।



Be First to Comment