অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, রানিগঞ্জ: একটি গ্যাসের ট্যাঙ্কারে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রানিগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে। বুধবার দুপুরে এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনায় জানা গেছে, এদিন দুপুর প্রায় ২টো নাগাদ দুর্গাপুর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল একটি গ্যাস ট্যাঙ্কার। রানিগঞ্জ থানার মঙ্গলপুর শিল্পতালুকের কাছে ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় ওই গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে অপর এক গাড়ির ধাক্কা লাগে। সেই ধাক্কায় ১৯ নম্বর জাতীয় সড়কে ওভারব্রিজের উপরেই ট্যাঙ্কারটিতে আগুন লেগে যায়। ঘাতক গাড়িটি এলাকা ছেড়ে চম্পট দিলেও গ্যাস ভর্তি ট্যাঙ্কারে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।
এই ঘটনায় ওই গ্যাস ট্যাঙ্কারটির মধ্যে থাকা চালক ও খালাসি কোনক্রমে গাড়ি থেকে নেমে নিজেদের প্রাণ বাঁচান।আগুন লাগার খবর পেয়ে রানিগঞ্জ থানায় পুলিশ ঘটনাস্থলে আসে । পুলিশ দ্রুত দমকল বিভাগের খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন ।
এই ঘটনায় জাতীয় সড়কের ওই লেনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। জাতীয় সড়ক দিয়ে যাওয়া অন্য সব গাড়িকে সার্ভিস রোড দিয়ে সরিয়ে দেওয়া হয়।স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, গাড়ির সঙ্গে সংঘর্ষের জেরে ওই গ্যাস ভর্তি ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এর ফলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। আগুন যাতে আরও ছড়িয়ে পড়তে না পারে তার জন্য বিশেষ পদ্ধতিতে আগুন নেভানোর কাজ করা হয়। বেশ কিছুক্ষনের চেষ্টায় দমকলকর্মীরা ট্যাঙ্কারের আগুন নেভাতে সক্ষম হন। তারপর ১৯ নং জাতীয় সড়কের ওই লেন দিয়ে গাড়ি চলাচল শুরু হয়।
Be First to Comment