আসানসোল : কলকাতার আর জি কর হাসপাতালে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা চিকিৎসককে নির্মমভাবে খুন ও ধর্ষণ করার পর পশ্চিম বাংলার সাথে গোটা বিশ্বে সর্বস্তরের জনগণ দোষীদের বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন, রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল বার করেছে নারী-পুরুষ সহ সর্বসাধারণ।

আসানসোল শহরে ইতিপূর্বে ভগৎ সিং মোড়ে, বিএন আর মোড়ে বিভিন্ন সংঘটন আর জি কর কান্ডের প্রতিবাদে বিক্ষোভ, ধর্ণা, মিছিল বার করা হয়েছে। মঙ্গলবার প্রচন্ড বৃষ্টির মধ্যে শিল্পাঞ্চলের উঠতি চিত্রকররা রং তুলিতে আর জি করের ঘটনার প্রতিবাদ ও শাস্তির দাবিতে ছবির মাধ্যমে প্রতিবাদ করলেন।

ইন্দ্রদীপ কোনার নামে এক চিত্রকর জানান গত ৯ আগস্ট কলকাতার আর জি কর হাসপাতালের চিকিৎসককে নির্মমভাবে খুন ও ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে শিল্পাঞ্চলের সমস্ত চিত্রকররা রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হয়ে ছবির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে, তাঁদের দাবি আগামী দিনে এই রকম ঘটনা না ঘটে সরকারকে সেইদিকে নজর রাখতে হবে।





Be First to Comment