Press "Enter" to skip to content

প্রয়াত মায়ের স্মৃতিতে বন্ধ হিন্দুস্তান কেবলস কারখানার মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা

রূপনারায়ণপুর : সালানপুরের রূপনারায়ণপুর হিন্দুস্থান কেবলস বেসিক স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা প্রয়াত আরতি কোলের নামে বিনামূল্যে চিকিৎসা পরিসেবা শুরু করলেন ছেলে কলকাতার বিখ্যাত কার্ডিওলজিস্ট সৌরভ কোলে।

তাঁর এবং কোলে পরিবারের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে “আরতী সুধা চিকিৎসা সেবা কেন্দ্র” নামে একটি বিনামূল্যে চিকিৎসা পরিষেবা শুরু হয়। এদিন এই উপলক্ষে রূপনারায়ণপুর শ্রমিক মঞ্চ ভবনে হওয়া এক অনুষ্ঠানে আউটডোরের মাধ্যমে এই কেন্দ্র উদ্বোধনের কথা ঘোষণা করেন সৌরভ কোলে।

জানা গেছে, সৌরভ কোলে ছোটবেলায় হিন্দুস্তান কেবলস এলাকা থেকেই পড়াশোনা করেন। তার পরে তিনি কলকাতার নামি সরকারি মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেন। বর্তমানে কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে যুক্ত আছেন তিনি। হিন্দুস্তান কেবলস কারখানা বন্ধ হওয়ার পর থেকেই তিনি চেষ্টা করছেন এই এলাকার মানুষদেরকে কোনভাবে বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য।

বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের সাথেও এই নিয়ে তাঁর কথাও হয়েছে। বিধায়ক হিসেবে তিনি এই ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস দেন। এদিন তার সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসকেএম হাসপাতালের অবসরপ্রাপ্ত নিউরো সার্জেন, সম্পর্কে তার আত্মীয় চিকিৎসক ডা. সমরেন্দ্রনাথ ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানের পর সৌরভ সাধারণ মানুষের উপস্থিতিতে দুটি মানুষের মডেল দিয়ে বোঝান কেউ যদি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তাহলে কিভাবে তার প্রাথমিক ভাবে কি করতে হবে।

গলার ঠিক পাঁচ আঙ্গুল নিচে বুকের উপর দুই হাত শক্ত করে পাম্প করা দরকার এবং একইসঙ্গে কিভাবে মুখের মধ্যে মুখ রেখে হাওয়া পাঠানো যায় রোগীর শরীরে, তা তিনি হাতেকলমে করে দেখান। এই বিষয়টি এক মিনিটে কতবার করতে হবে এবং কিভাবে করতে হবে তা একাধিকজনকে দিয়ে তিনি দেখানোর চেষ্টা করেন।

আগামী দিনে এই অঞ্চলের স্কুল-কলেজে ছাত্রছাত্রীদের এ বিষয়ে তিনি প্রশিক্ষণ দেবেন। আরতি দেবীর কৃতি কন্যা তথা সমরেন্দ্রনাথ বাবুর স্ত্রী সাগরিকা কোলেও তার মায়ের নামের এই অনুষ্ঠানে এদিন বক্তব্য রাখেন। সপ্তাহে দুদিন করে বিনামূল্যে হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতির সহযোগিতায় শ্রমিক মঞ্চে এই আউটডোর হবে।

এখানে চিকিৎসার সঙ্গে সঙ্গে আরো অন্যান্য যেসব পরিষেবা সহজে কিভাবে পাওয়া যায় তাও রোগীদের জন্য জানানোর ব্যবস্থা করা হবে।

হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতির পক্ষ থেকে সুভাষ মহাজন ওই দুই চিকিৎসককে অভিনন্দন জানিয়ে বলেন, বন্ধ কারখানার শ্রমিক পরিবার ছাড়াও এখানকার বহু মানুষ এই দুই বিশেষজ্ঞ সহ অন্যান্য চিকিৎসকদের সুবিধা পাবেন। এরজন্য দুই চিকিৎসক সহ অন্যান্য অতিথিদের এদিন সমিতির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়।

এই অনুষ্ঠানে সমাজকর্মী এবং প্রবীণ সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য বলেন, আসানসোলের বাইরে এমন গ্রামীণ এলাকায় একই সঙ্গে একজন বিখ্যাত নিউরোসার্জন এবং একজন বিখ্যাত কার্ডিওলজিস্টকে বিনামূল্যে সাধারণ মানুষ দেখাতে পারবেন এর চেয়ে বড় আর কিছু হয় না। সঙ্গে অন্যান্য আউটডোর চিকিৎসারও সুযোগ থাকবে। যা খুব প্রয়োজনীয় এই ব্লকের জন্য।

সমাজকর্মী অপর্ণা রায় বলেন, নিজের মাকে মনে রেখে তাঁর ছেলে ও জামাতা এখানকার মানুষের জন্য যা ভেবেছেন তার জন্য তাদের কাছে কৃতজ্ঞ। এই পরিসেবা পেলে এলাকার মানুষেরা খুবই উপকৃত হবেন।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *