কুলটি : চারটি বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করল কুলটি থানার শাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ।
এগুলির মধ্যে দুটি ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়েছে সুভাষ মোড় এলাকা থেকে। বাকি দুটি বালি বোঝাই ট্রাক্টর শাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ বাজেয়াপ্ত করে কুলটির গাঙ্গুটিয়া রোড থেকে। এই অভিযানে দুটি ট্রাক্টরের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। তবে, বাকি দুটি ট্রাক্টরের চালককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বেআইনী ভাবে বালি বোঝাই করে চারটি ট্রাক্টর যাচ্ছিল। সেই খবর পেয়ে এদিন আলাদা আলাদা দুটি জায়গায় অভিযান চালিয়ে সেগুলো বাজেয়াপ্ত করা হয়।
প্রসঙ্গত, কুলটি থানার শাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ বেআইনি বালি পাচার আটকাতে অনেক আগে থেকেই তৎপর হয়েছে। মাঝে মধ্যেই অভিযান চালানো হয়।
Be First to Comment