রানিগঞ্জ ও আসানসোল : পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আসানসোল ও রানিগঞ্জে দুদিনে পৃথক চারটি রেল দূর্ঘটনায় চলন্ত ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল চারজনের।
শুক্রবার সকাল ও রাতে এই চারটি ঘটনা ঘটেছে রানিগঞ্জ স্টেশনের কাছে, রানিগঞ্জের নিমচা বাবুপাড়া আন্ডারপাস রেল ব্রিজে, আসানসোল স্টেশনের কাছে ও আসানসোলের কালিপাহাড়ি স্টেশনের ৩ নং প্ল্যাটফর্মে।
মৃতদের মধ্যে তিনজনের কোনও পরিচয় পাওয়া যায় নি। অঞ্জাত পরিচয় এই তিনজনের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। একজন শ্যামল বাউরি (৫৪) রানিগঞ্জ থানার রানিসায়ের মোড় সংলগ্ন কর্মকার পাড়ার বাসিন্দা। আসানসোল জেলা হাসপাতালে চারজনের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
অন্ডাল রেল পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বছর ৪০-র এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি রানিগঞ্জ স্টেশনের কাছে ও শ্যামল বাউরি নিমচা বাবুপাড়ায় আন্ডারপাস রেল ব্রিজে রেললাইন পার করছিলেন। সেই সময় তারা কোনো ট্রেনে কাটা পড়েন ও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
অন্যদিকে, আসানসোল রেল পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আসানসোল ও কালিপাহাড়ি স্টেশনের কাছে অঞ্জাত পরিচয় দুই যুবক রেললাইন পার করার সময় ট্রেনে কাটা পড়ে।
রেল পুলিশ জানায়, অসাবধানতার কারণে রেললাইন পার করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে।
Be First to Comment