কুলটি: যাত্রীবাহী লাইন বাস থেকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বাসের মধ্যে থাকা সেলিম আনসারী নামক এক ব্যক্তির কাছে থেকে উদ্ধার করে চারটি দেশি বন্ধুক এবং দুটি কার্তুজ।
কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডি চেকপোস্টে গিরিডি থেকে বাবুইঘাঁটি গামী এক যাত্রীবাহী বাসের মধ্যে এমন ঘটনাটি ঘটেছে ।
ঘটনায় গ্রেফতার সেলিম আনসারী নামক এক ব্যক্তি।বাস চালক জানান, ধৃত সেলিম আনসারী গিরিডি থেকে বর্ধমানের উদ্যেশে যাচ্ছিল । তবে এই বন্ধুক ও কার্তুজ গুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।

তবে ঘটনা প্রসঙ্গে কুলটি এসিপি এস.কে যাবেদ হুসেন জানান, তিনি গোপন সূত্রে খবর পান এই বাসে করে এক ব্যক্তি বন্দুক নিয়ে যাচ্ছে।তারপরেই পুলিশের দল বাংলা ঝাড়খণ্ড সীমানায় বাসটিতে অভিযান চালায়।উদ্ধার হয় চারটি বন্দুক এবং দুটি কার্তুজ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।




Be First to Comment