Press "Enter" to skip to content

শেষ হল চারদিনের আসানসোল আন্তর্জাতিক চলচ্চিত্র ও সাংস্কৃতিক উৎসব, “পদ্মশ্রী” মমতা শঙ্করকে লাইফটাইম অ্যাচিভমেন্ট

আসানসোল : কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গল আয়োজিত চারদিনের আসানসোল আন্তর্জাতিক চলচ্চিত্র ও সাংস্কৃতিক উৎসব শুক্রবার শেষ হল। আসানসোল রবীন্দ্র ভবনে এদিনের সমাপ্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র অভিনেত্রী সদ্য পদ্মশ্রী পাওয়া মমতা শঙ্কর।

এদিন তাকে কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গল তাকে তার কৃতিত্বের জন্য “লাইফটাইম অ্যাচিভমেন্ট” পুরষ্কারে সম্মানিত করে। এই অনুষ্ঠানে ফোরামের সভাপতি তথা আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি, আসানসোল দক্ষিণ বিধান সভার বিধায়ক অগ্নিমিত্রা পাল, চৈতালি তিওয়ারি সহ সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে জিতেন্দ্র তিওয়ারি বলেন, মমতা শঙ্করের ৪ ফেব্রুয়ারি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আসার কথা ছিলো। কিন্তু ৩ ফেব্রুয়ারি তাকে দিল্লি যেতে হয়েছিল। তাই তিনি সেদিন আসতে পারেননি। কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সমাপ্তি অনুষ্ঠানে আসবেন। সেইমতো মমতা শঙ্কর এদিন এসেছেন।

জিতেন্দ্র তেওয়ারি আরো বলেন, মমতা শঙ্করকে কেন্দ্রীয় সরকার পদ্মশ্রী পুরষ্কার দিয়েছে। যা প্রমাণ করে যে কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গল তাকে লাইফটাইম এ্যাচিভমেন্ট পুরষ্কারের জন্য বেছে নিয়েছে, যা একেবারেই সঠিক ছিলো ।

তিনি বলেন, “মমতা শঙ্কর আজ এখানে এসে এই পুরষ্কার গ্রহণ করেছেন বলে আমরা খুবই খুশি”। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, আগে আসানসোলে অনেক ভালো ও বড় ধরনের অনুষ্ঠান হতো। মেলা ও যাত্রার আয়োজন হতো। কিন্তু এখন সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। তিনি আসানসোল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনকারী হিসেবে জিতেন্দ্র তিওয়ারি এবং চৈতালি তিওয়ারিকে ধন্যবাদ জানান। বিজেপি বিধায়ক বলেন, সবকিছু যদি কলকাতা কেন্দ্রিক হয়ে যায়, তাহলে তা একেবারে ঠিক নয়। কলকাতার বাইরে এই ধরনের অনুষ্ঠান হলে, তা সবার জন্য ভালো।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *