আসানসোল : দেশ জুড়ে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। দলের এই কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার আসানসোলের ধাদকায় বিজেপির আসানসোল জেলা কার্যালয়ে সাংগঠনিক স্তরে একটি বৈঠক হয়।
সেই বৈঠকে রাজ্য নেতৃত্বর তরফে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য দেবতনু ভট্টাচার্য, জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় ও শঙ্কর চৌধুরী।
এ দিনের বৈঠকে কিভাবে এই আসানসোল জেলায় দলের সদস্য সংখ্যা বাড়াতে হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে।
এই প্রসঙ্গে দেবতনু ভট্টাচার্য বলেন, দেশ জুড়ে দলের তরফে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। তবে বাংলায় সরকারি ভাবে তা এখনও শুরু করা হয়নি। আগামী ২৪ অক্টোবর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিন তার হাত দিয়েই বাংলায় সদস্যতা অভিযানের সূচনা হবে। গোটা বিষয়টিকে সামনে রেখে এদিন আসানসোলে জেলা কার্যালয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডা. সুভাষ সরকারের উপস্থিতিতে একটি কর্মশালা তথা বৈঠক করা হয়েছিল।
তিনি আরও বলেন, এই বৈঠকে আসানসোল জেলার সমস্ত মণ্ডলের সভাপতি ও মণ্ডলের এই অভিযানের জন্য ৫ জনের যে টিম তৈরি করা হয়েছে, তাদেরকে ডাকা হয়েছিল। সবাইকে বলা হয়েছে, কি ভাবে সদস্য সংগ্রহ করতে হবে।
Be First to Comment