উজ্জ্বল বন্দ্যেপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা : ভোটের ফলাফল ঘোষণা র পরেই সোনারপুরে খুন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের এক সদস্য। এলাকায় উত্তেজনা। যাদবপুর লোকসভা কেন্দ্রের সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ-২ গ্রাম পঞ্চায়েতের জেলেভেড়িতে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য খুন।
দলেরই একটি গোষ্ঠীর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠল। মঙ্গলবার লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর বাড়ি থেকে ডেকে নিয়ে এসে খুন করা হয় বলে অভিযোগ।আর এই ঘটনায় এলাকায় উত্তেজনা। ঘটনার তদন্তে নরেন্দ্রপুর থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রসেনজিত সাহা ২০১৮ -২০২৩ সাল পর্যন্ত খেয়াদহ-২ পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। তবে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাননি তিনি। তবুও তিনি তৃণমুলেই ছিলেন।

তৃণমূলের আরেক গোষ্ঠীর লোক তাঁকে খুন করেছে বলে অভিযোগ পরিবারের।পুলিশ মঙ্গলবার রাতে মৃতদেহ উদ্ধার করে বুধবার বেলায় ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্তের কাজ শুরু করেছে।



Be First to Comment