অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বামেদের প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশিত হল বৃহস্পতিবার সন্ধ্যায়। মোট ১৬ জনের নাম ঘোষণা করেন বিমান বসু। তার মধ্যে রয়েছে আসানসোল লোকসভা কেন্দ্র।
এই আসানসোল এ বারে প্রার্থী করা হয়েছে জামুড়িয়ার সিপিএমের প্রাক্তন বিধায়ক জাহানারা খানকে। বর্তমানে সিপিএমের মহিলা সংগঠনের রাজ্য সভানেত্রী জাহানারা খান ২০১১ ও ২০১৬, পরপর দু’বার জয়ী হয়ে জামুরিয়া বিধানসভা কেন্দ্র থেকে সিপিএমের বিধায়ক হন।
১৯৯০ সালে রানিগঞ্জ গার্লস কলেজ থেকে বিএ পাশ জাহানারা সিপিএমের হোলটাইমার। প্রবল পরিবর্তনের হাওয়াতেও পর পর দু’বার (২০১১ এবং ২০১৬) জামুরিয়া থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি। ২০১১ সালে জামুরিয়া কেন্দ্রে প্রথম বার প্রার্থী হয়ে তিনি পরাজিত করেন তৃণমূলের প্রার্থী প্রভাত চট্টোপাধ্যায়কে। এই প্রভাত চট্টোপাধ্যায়কে জেতাতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রোড শো করেছিলেন। তা সত্বেও সেবার জাহানারা জিতেছিলেন ১৩ হাজার ৮৭৩ ভোটে।
একইভাবে ২০১৬ সালেও তিনি জামুরিয়া থেকে দ্বিতীয় বার বিধায়ক নির্বাচিত হন। সেবারও তিনি ৭ হাজার ৭৫৭ ভোটে পরাজিত করেছিলেন তৃণমূলের প্রভাবশালী প্রার্থী ভি শিবদাসন দাশুকে। রাজ্য জুড়ে তৃণমূলের দাপট থাকলেও সেই সময় জামুরিয়া থেকে জাহারানা খানকে তৃণমূল হারাতে পারেনি । তবে ২০২১-এর ভোটে তাঁকে আর জামুরিয়ায় প্রার্থী করেনি সিপিএম।
দলের প্রার্থীর নাম ঘোষণা হতেই আসানসোলে দেওয়াল লেখা শুরু করেন সিপিএমের কর্মীরা। আসানসোল শহরের এসবি গরাই রোডের মনিমালা গার্লস স্কুলের মোড়ে দেওয়াল লিখতে দেখা যায়।
প্রসঙ্গত, রাজ্যের শাসক দল তৃণমুল কংগ্রেসের তরফে আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করা হয়েছে। বিজেপির তরফে প্রার্থী হিসেবে ভোজপুরি গায়ক নায়ক পবন সিং নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই তিনি লড়াই থেকে সরে দাঁড়ান। বিজেপি এখনও তাদের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি ।
Be First to Comment