আসানসোল: শুক্রবার দুপুরে আসানসোল পুরনিগমের দপ্তর থেকে বিভিন্ন ওয়ার্ডের জনগণকে শারদীয় শুভেচ্ছা বার্তা জানাতে পাঁচটা ট্যাবেলোর উদ্বোধন করলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চট্টোপাধ্যায় সহ আসানসোল পৌরনিগমের আধিকারিক।
আসানসোল পুরনিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চট্টোপাধ্যায় জানান, আসানসোল পুরনিগমের সমস্ত ওয়ার্ডের নাগরিকদের শারদীয়া শুভেচ্ছা বার্তা জানাতে পাঁচটা ট্যাবেলোর উদ্বোধন করা হয়েছে। আসানসোল, বার্ণপুর, কুলটি, রাণীগঞ্জ এবং জামুরিয়া এলাকায় ট্যাবেলো এলাকাবাসীদের শুভেচ্ছা বার্তা জানাবে।
ডেপুটি মেয়র ওয়াসিমুল হক জানান, আসানসোল পুরনিগমের পক্ষ থেকে শারদীয়া শুভেচ্ছা জানাতে পাঁচটা ট্যাবেলোর উদ্বোধন করা হয়েছে, এই ট্যাবেলো সমস্ত ওয়ার্ডে গিয়ে নাগরিকদের শুভেচ্ছা জানাবে।





Be First to Comment