উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন অনেকেই। নিজস্ব ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোল সৃষ্টিনগর ও ওডিসি ক্লাবের উদ্যোগে শনিবার সেনরেল রোডে আসানসোল সৃষ্টিনগরে ওডিসি ক্লাব লনে শনিবার “ফাগুন উৎসব”-এ র আয়োজন করা হয়। এ দিন সকালে এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে ফাগুন উৎসবের উদ্বোধন হয়।
এই উৎসবে মোট ৩০টি স্টল বসানো হয়েছিল । সেইসব স্টলে গৃহস্থালি ব্যবহারে বিভিন্ন জিনিস যেমন ছিল, তেমনই মহিলারা নিজের হাতে তৈরি করেছিলেন এমন সামগ্রীও ছিল।
এছাড়া শিশুসহ নানা বয়সের মহিলাদের পোশাক ও খাবারের সম্ভারের স্টল করা হয়েছিল । এছাড়াও সকাল থেকে রাত পর্যন্ত বসে আঁকো প্রতিযোগিতা, ট্যালেন্ট সার্চ, মেহেন্দি কম্পিটিশন ও ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিলো। যা ছিল এই প্রতিযোগিতার অন্যতম মুল আকর্ষণ।
উদ্যোক্তাদের তরফে আসানসোল সৃষ্টিনগরের গ্রুপ হেড ( প্রোপার্টি ম্যানেজমেন্ট) বিনয় চৌধুরী, অঞ্জনা কাউর ও মধু ডুমরেওয়াল বলেন, এই প্রথমবার আসানসোলে ফাগুন উৎসবের আয়োজন করা হল । এর আগে আসানসোলে এই ধরনের ফাগুন উৎসবের আয়োজন করা হয়নি।
এই উৎসবে সৃষ্টি নগরের বাসিন্দা বা ওডিসি ক্লাবের সদস্যরা শুধু নন, বাইরের মহিলারা উৎসাহের সঙ্গে অংশ নিয়েছিলেন । বিনয় চৌধুরী আরও বলেন, দীপাবলি উৎসবের মতোই ফাগুন উৎসবেরও আয়োজন করা হয়েছিল । সামনে দোল ও হোলি উৎসব আসছে। তাই এই বছরের মতো প্রতি বছর এমন উৎসবের আয়োজন করা হবে।
অঞ্জনা কাউর ও মধু ডুমরেওয়াল বলেন, নারীরাই মুলত এখানে স্টল বসিয়েছিলেন । আসল কথা হলো শুক্রবারই আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। সেই দিকটাকে লক্ষ রেখে নারীদের ক্ষমতায়নের বিষয়টি মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Be First to Comment