Press "Enter" to skip to content

আসানসোল সৃষ্টিনগর ও ওডিসি ক্লাবের উদ্যোগে প্রথম ফাগুন উৎসব

উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন অনেকেই। নিজস্ব ছবি

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোল সৃষ্টিনগর ও ওডিসি ক্লাবের উদ্যোগে শনিবার সেনরেল রোডে আসানসোল সৃষ্টিনগরে ওডিসি ক্লাব লনে শনিবার “ফাগুন উৎসব”-এ র আয়োজন করা হয়। এ দিন সকালে এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে ফাগুন উৎসবের উদ্বোধন হয়।

এই উৎসবে মোট ৩০টি স্টল বসানো হয়েছিল । সেইসব স্টলে গৃহস্থালি ব্যবহারে বিভিন্ন জিনিস যেমন ছিল, তেমনই মহিলারা নিজের হাতে তৈরি করেছিলেন এমন সামগ্রীও ছিল।

এছাড়া শিশুসহ নানা বয়সের মহিলাদের পোশাক ও খাবারের সম্ভারের স্টল করা হয়েছিল । এছাড়াও সকাল থেকে রাত পর্যন্ত বসে আঁকো প্রতিযোগিতা, ট্যালেন্ট সার্চ, মেহেন্দি কম্পিটিশন ও ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিলো। যা ছিল এই প্রতিযোগিতার অন্যতম মুল আকর্ষণ।

উদ্যোক্তাদের তরফে আসানসোল সৃষ্টিনগরের গ্রুপ হেড ( প্রোপার্টি ম্যানেজমেন্ট) বিনয় চৌধুরী, অঞ্জনা কাউর ও মধু ডুমরেওয়াল বলেন, এই প্রথমবার আসানসোলে ফাগুন উৎসবের আয়োজন করা হল । এর আগে আসানসোলে এই ধরনের ফাগুন উৎসবের আয়োজন করা হয়নি।

এই উৎসবে সৃষ্টি নগরের বাসিন্দা বা ওডিসি ক্লাবের সদস্যরা শুধু নন, বাইরের মহিলারা উৎসাহের সঙ্গে অংশ নিয়েছিলেন । বিনয় চৌধুরী আরও বলেন, দীপাবলি উৎসবের মতোই ফাগুন উৎসবেরও আয়োজন করা হয়েছিল । সামনে দোল ও হোলি উৎসব আসছে। তাই এই বছরের মতো প্রতি বছর এমন উৎসবের আয়োজন করা হবে।
অঞ্জনা কাউর ও মধু ডুমরেওয়াল বলেন, নারীরাই মুলত এখানে স্টল বসিয়েছিলেন । আসল কথা হলো শুক্রবারই আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। সেই দিকটাকে লক্ষ রেখে নারীদের ক্ষমতায়নের বিষয়টি মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *