উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : লোকসভা ভোটের আগে জেলা জুড়ে তল্লাশি অভিযানে নেমেছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ।জয়নগর লোকসভার ৬টি বিধানসভা এলাকা সুন্দরবন তথা বারুইপুর পুলিশ জেলার অধীন।আর পুলিশের অতি সংক্রিয়তায় বিভিন্ন থানা এলাকা থেকে অস্ত্র সহ দুস্কৃতী গ্রেফতার হচ্ছে। এ বার জয়নগর লোকসভার অধীন ক্যানিং এবং জীবনতলা থেকে পুলিশের তৎপরতায় উদ্ধার তিনটি বন্দুক ও তাজা কার্তুজ
ভোটের আগে গোলমাল পাকানোর জন্য এগুলো মজুত করা হতে পারে বলে পুলিশের অনুমান। পুলিশ সূত্রে খবর, ভোট শেষ না হওয়া পর্যন্ত এলাকায় এই ভাবে চিরুনি তল্লাশি চলবে। পুলিশ সূত্রে খবর, ক্যানিং থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্য দিকে, জীবনতলা থেকেও কার্তুজ-সহ দু’টি বন্দুক উদ্ধার হয়েছে।ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক। ধৃতের নাম আজিবর মোল্লা। সোমবার রাতে ক্যানিংয়ের শ্যামসুন্দর কলোনি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ইস্রাফিল শেখ নামে আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ইস্রাফিলের কাছ থেকে অস্ত্র কিনেছিলেন আজিবর, প্রাথমিক তদন্তে এমনটাই জানতে পেরেছে পুলিশ।

ধৃত দু’জনকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ। ধৃতদেরকে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয়। আবার জীবনতলার ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ সোমবার রাতে দু’টো বন্দুক ও চারটে গুলি উদ্ধার করেছে।
অস্ত্র উদ্ধারের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম মুজিবর রহমান,আব্দুর রহমান গাজি এবং জিয়াউর রহমান গাজি। ধৃতদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ। ধৃতদেরকে মঙ্গলবার আলিপুর আদালতে পাঠানো হয়।




Be First to Comment