অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর : দুদিন ধরে “রেমাল” সাইক্লোনের আতঙ্কে গোটা রাজ্য বেসামাল। রবিবার রাতের পর সোমবার সকাল থেকে বলতে গেলে গোটা রাজ্যের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির দাপট।
সেই বৃষ্টি ভেজা সকালেই স্টেশন বাজারে ‘কটন কান্ট্রি ‘নামে একটি কাপড়ের দোকান থেকে হু হু করে বের হতে থাকে কালো ধোঁয়া।
সোমবার সকালে দুর্গাপুর স্টেশন বাজারের একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।

স্থানীয় বাসিন্দারা প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন । আগুনের তীব্রতা ক্রমশ বাড়তে থাকায় খবর দেওয়া হয় দুর্গাপুরের দমকল বিভাগে।
ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুরের দমকলের একটি ইঞ্জিন। সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোকওভেন থানার পুলিশ।
পাশের দোকানের এক কর্মী তরুণ রুইদাস বলেন, “আমরা দোকান খোলার পর দেখতে পান ওই দোকানের সুইচ বোর্ড থেকে আগুন বেরোচ্ছে। খবর দেওয়া হয় ওই দোকানের মালিককে। আমরা হাত লাগিয়ে দোকানের জিনিসপত্র খালি করি। তবুও ভেতরে থাকা বেশ কিছু জিনিস পুড়ে যায়।”
দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার দুর্গাপুর স্টেশন বাজারের বস্ত্র বিপণি ‘কটন কান্ট্রি’ দোকানে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৃষ্টির জেরে দমকল বিভাগের কর্মীদের কাজ করতে বেশ বেগ পেতে হয়। দমকল বিভাগের কর্মীরা দীর্ঘ চেষ্টার পরে বেলার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এই আগুন আশপাশে দোকানগুলিতেও ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা ছিল। কিন্তু দমকলকর্মীদের তৎপরতায় তা শেষ পর্যন্ত হয়নি। তবে ঠিক কি কারণে এই আগুন লাগার ঘটনা ঘটেছে, তা দমকলকর্মীরা নিশ্চিত করে বলতে পারেননি।
তাঁদের প্রাথমিক অনুমান, কোনও ভাবে শট সার্কিট থেকেই হয়তো এই আগুন লাগার ঘটনা ঘটেছে।
সবমিলিয়ে এই বৃষ্টি ভেজা দিনে দুর্গাপুর স্টেশন বাজারে এই অগ্নিকাণ্ডের জেরে ওই বস্ত্র বিপনী ‘কটন কান্ট্রি’ দোকানে ক্ষয়ক্ষতি অনেকটাই হয়েছে বলে জানা গেছে।



Be First to Comment