Press "Enter" to skip to content

আসানসোল শহরের ব্যস্ততম রাস্তায় ট্রান্সফর্মারে ভয়াবহ আগুন, এলাকায় আতঙ্ক

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: শহরে রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের একটি ট্রান্সফর্মারে আচমকাই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা । শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ আসানসোল শহরের অন্যতম ব্যস্ততম রাস্তা হটন রোডে রামধনি মোড়ের কাছে একটি ট্রান্সফর্মারে এই আগুন লাগার ঘটনা ঘটে।

এই অগ্নিকাণ্ডের ফলে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাটি একইসঙ্গে জনবহুল হওয়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে একটি দমকলের ইঞ্জিন নিয়ে আসানসোল দমকল বিভাগের কর্মীরা ছুটে আসেন। আসেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা।

গোটা এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। এই রাস্তা দিয়েই জিটি রোডে আসার কথা রাম নবমীর শোভাযাত্রার। সেই কারণে রাস্তায় যান চলাচল আগে থেকেই নিয়ন্ত্রণ করা হয়েছিল। বিকেল থেকেই রাস্তায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। কিন্তু শোভাযাত্রা আসার আগে এই অগ্নিকাণ্ডের কারণে পুলিশ রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। গোটা এলাকা ঘিরে ফেলা হয়।

আশেপাশের কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষনের চেষ্টায় দমকলকর্মীরা ট্রান্সফর্মারের আগুন নিভিয়ে ফেলেন। এরপরে ওই রাস্তা দিয়ে রামনবমীর শোভাযাত্রা যায়। দমকলকর্মী ও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের প্রাথমিক অনুমান, প্রচন্ড গরমের কারণেই হয়তো এই আগুন লেগে থাকতে পারে । তবে হতাহতের কোনও খবর নেই ।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *