অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, মুর্শিদাবাদ : শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি ভোটের কাজে খরচ করার জন্য গ্রামবাসীরা আর্থিক সাহায্য করলেন অধীররঞ্জন চৌধুরীকে ।
মুর্শিদাবাদ জেলার বহরমপুর এ বারও লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। বর্তমানে বহরমপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন দেওয়ালে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির দেওয়াল লিখন চোখে পড়লেও কংগ্রেসের তেমনভাবে দেওয়াল লিখন চোখে পড়ছে না । এটা অধীরবাবুর ফ্যানেদের ভালো লাগছে না । তাদের ধারণা আর্থিক কারণেই হয়তো দেওয়াল লিখন এখনও হয়নি।
তাই অধীর রঞ্জন চৌধুরীর হাতে ১১ হাজার টাকা নির্বাচনী খরচ বাবদ অনুদান তুলে দিলেন রণগ্রামের বেশ কিছু গ্রামবাসী। রবিবার সেই সমস্ত গ্রামবাসীরা বহরমপুরের জেলা কংগ্রেস ভবনে এসে অধীরবাবুর হাতে টাকা তুলে দেন ।

অধীরবাবু গ্রামবাসীদের কাছ থেকে অনুদান পেয়ে যারপরনাই খুশি প্রকাশ করেছেন। তিনি বলেন, “এইসব মানুষ আমাকে এবং আমার কাজকে খুব ভালোবাসেন । আমি এঁদের প্রতি চির কৃতজ্ঞ থাকব ।”




Be First to Comment