শিশু ও তাদের অভিভাবকদের ফাইলেরিয়াসিসের ওষুধ খাওয়ানো হয়। নিজস্ব ছবি
নিজস্ব সংবাদদাতা, কুলটি: কিছুদিন ধরে ফাইলেরিয়া বা ফাইলেরিয়াসিস রোগ নির্মূল করার জন্য রাজ্য সরকারের তরফে প্রচার চালানো হচ্ছে। সেই মতো পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দফতরের তরফে আসানসোলের কুলটির একটি স্কুলে ফাইলেরিয়াসিস সংক্রান্ত একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
পাশাপাশি অভিভাবকদের ফাইলেরিয়াসিস প্রতিরোধে ওষুধ খাওয়ানো হয়েছে। এ দিনের অনুষ্ঠানে আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পুরনিগমের স্বাস্থ্য আধিকারিক ডা. দীপক গঙ্গোপাধ্যায়, স্বাস্থ্য দফতরের সঙ্গে যুক্ত অন্যান্য আধিকারিক, স্কুলের শিক্ষক, ছাত্র এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, কুলটি ও বারাবনিতে ফাইলেরিয়াসিসের রোগীর সংখ্যা জেলার অন্যান্য এলাকার তুলনায় বেশি। তাই এ দিন এখানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর পাশাপাশি বারাবনিতেও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে। ফাইলেরিয়াসিসের ওষুধ প্রায় সব জায়গায় পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে এ দিন শিশু ও তাদের অভিভাবকদের ফাইলেরিয়াসিসের ওষুধ খাওয়ানো হয় এবং এই রোগ সম্পর্কে সকলকে সচেতন করা হয়।
Be First to Comment