উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : পারিবারিক অশান্তি মেটানোর জন্য গ্রামে ডাকা হয়েছিল সালিশি সভা। কিন্তু সেখানে ডেকে এনে বেধড়ক মারধরের অভিযোগ উঠল।আর এই ঘটনায় দুই পক্ষের মোট ১১ জন আহত হয়েছেন।আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুলতলি থানার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেল সালিশি সভায় ডেকে এনেধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ১১ জন আহতের মধ্যে মহিলারাও আছেন। ৭ জন গুরুতর আহত হন। তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়।
স্থানীয় সূত্রে এও জানা গিয়েছে, সকাল থেকে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। বিবাদে মেটাতে শুক্রবার সন্ধেয় বাড়িতে সালিশিসভা ডাকে ভাই। আর সেখানে যেতেই ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় দাদা ও তার পরিবারের সদস্যদের উপর। গ্রামবাসীরাই আহতদের উদ্ধার করে জামতলার জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে দু’জনের অবস্থার অবনতি হলে তাঁদেরকে কলকাতায় পাঠানো হয়।আর এই ঘটনাটি ঘটেছে কুলতলি থানার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর গরানকাটি এলাকায়।

অভিযোগ আরমান মল্লিকের সঙ্গে আমিনুদ্দিন মল্লিকের পারিবারিক গন্ডগোল হয়, সেখান থেকেই এই ঘটনার সূত্রপাত। দুই পক্ষই কুলতলি থানায় অভিযোগ দায়ের করেছে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রতীকী ছবি। গুগল থেকে সংগৃহীত



Comments are closed.