অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: সাঁকতোড়িয়ায় ইসিএলের মূল দফতরের সামনে দু’দিন ধরে স্থানীয় ঠিকাদাররা অনশন করছেন।
রতনকুমার মাহাতা নামে স্থানীয় এক ঠিকাদার জানান, ১৯৭২ সাল থেকে ইসিএলের সমস্ত কাজ স্থানীয় ঠিকাদারদের দিয়ে করানো হতো এলাকার বেকারত্ব সমস্যা কম করার জন্য। কিন্তু পরবর্তীকালে ইসিএল কর্তৃপক্ষ স্থানীয় ঠিকাদারদের টেন্ডারে বাদ দিয়ে বাইরের ঠিকাদারদের দিয়ে কাজ করানোর ফলে বেকারত্ব সমস্যা বেড়ে গেছে। এতে ঠিকাদারদের অন্নসংস্থান করা মুশকিল হয়ে গেছে।
অভিযোগ, স্থানীয় ঠিকাদাররা আনুমানিক কম পয়সায় কাজ করানোয় ইসিএলের মুনাফা হতো কিন্তু কাটমানির লোভে ইসিএলের কর্তৃপক্ষ বাইরের ঠিকাদারদের টেন্ডারে অংশগ্রহণ করিয়ে কাজ দিচ্ছেন।

তাঁদের দাবি, টেন্ডারে অংশগ্রহণ করিয়ে কিছু কাজ তাঁদের দিতে হবে। যতক্ষণ পর্যন্ত ইসিএলের কর্তৃপক্ষ তাঁদের দাবি মানছেন, ততদিন তাঁরা আমরণ অনশন চালিয়ে যাবেন।




Be First to Comment