উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,গঙ্গাসাগর:সাগরে নোনা জলে ধান চাষে সাফল্য পেল কৃষকেরা।গঙ্গাসাগর যেখানে প্রাকৃতিক বিপর্যয়ে বাঁধ ভেঙে নোনাজলে প্লাবিত হত এলাকা। সেখানে চাষ করা যেত না একেবারে। সেই সমস্যা সমাধান করতে শুরু হয়েছিল নোনা স্বর্ণ ধান চাষের চেষ্টা। সেই চেষ্টা সফল হতেই এবার সাগরে চলছে একাধিক দামি ধান উৎপাদনের চেষ্টা।
শুরুটা হয়েছিল ২০২১ সালে। ঘূর্ণিঝড় ইয়াসের পরে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল সেবার। চাষের জমিতে নোনা জল প্রবেশ করায় চাষাবাদ বন্ধ হয়ে গিয়েছিল সে বছর। আর এরপর শুরু হয় বিকল্প ধান চাষের চিন্তাভাবনা।
ইয়াসে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সাগর ব্লক। সেবার সাগর ব্লকের ১৬ টি মৌজার ধান নষ্ট হয়ে যায়। সেজন্য সাগর ব্লকেই পরীক্ষামূলকভাবে শুরু হয় এই নোনা স্বর্ণ ধান চাষের কাজ। সাগরের ২২ টি মৌজায় ৪০০ একর জমিতে শুরু হয় ধানচাষ। সেই ধান চাষ করে সফলতা মিলেছে। ফলে এবার সাগরে চলছে দামি ধান চাষের চেষ্টা।

তুলাইপাঞ্জি, কালো ধান সহ গোবিন্দভোগ সব ধান উৎপাদনের চেষ্টা চলছে। জমির নোনাভাব কাটতেই শুরু হয়েছে এই প্রচেষ্টা।এ ব্যাপারে সাগর ব্লকের সহ কৃষি অধিকর্তা তপন কুমার দাস বলেন,সাগরেই পরীক্ষামূলক ভাবে এই ধান চাষ শুরু হয়েছিল। এই ধান চাষের জন্য নোনা জমিতে এক থেকে দু’বার মিষ্টি জল দিয়ে ধুয়ে দেওয়া হয়। এরপরই চাষের জন্য জমি উপযুক্ত হয়ে যায়। এই চাষে ব্যাপক ফলন হওয়ায় এবার দামি ধান চাষের চেষ্টা চালাচ্ছেন তাঁরা। নোনা স্বর্ণের মত এতেও সাফল্য মিলবে বলে মনে করছেন তাঁরা।আর এতে খুশি হাওয়া সাগরের কৃষক মহলে।




Be First to Comment