Press "Enter" to skip to content

শ্রাবণের একটানা বৃষ্টিতে সবজি চাষে ক্ষতির মুখে চাষিরা

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: শ্রাবণ মাসের একটানা বৃষ্টিতে ধান চাষিদের মুখে হাসি ফুটলেও হতাশ সব্জি চাষিরা। জমিতে জল জমায় নষ্ট হচ্ছে ফসল। ফলে, আগামী দিনে বাজারে সব্জির জোগান কমতে পারে। সেক্ষেত্রে দাম বৃদ্ধির আশঙ্কা দেখা দিতে পারে।

ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন বাজারে সব্জির দাম কিছুটা বেড়েছে।চলতি সপ্তাহে তা আরও বাড়তে পারে বলেই ইঙ্গিত।গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে লাগাতার বৃষ্টি। বৃষ্টিতে কার্যত নাজেহাল সাধারণ মানুষ থেকে চাষিরা। কোথাও কোথাও জল জমে রয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার জেলার অর্থনীতি অনেকটাই দাঁড়িয়ে কৃষিকাজের উপর। যার মধ্যে অন্যতম হল সব্জি চাষ। কিন্তু লাগাতার বৃষ্টিতে সবজি চাষে মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। বেগুন, লঙ্কা, টম্যাটো, উচ্ছে, পটল, পেঁপে সহ একাধিক সব্জির জমিতে জমে রয়েছে জল। ফলে,মাঠে থাকা সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

ইতিমধ্যেই বাজারে বাড়তে শুরু করেছে সবজির দাম গত সপ্তাহে পটল ২৫ টাকা কেজি দরে বিক্রি হলেও এই সপ্তাহে তা গিয়ে ঠেকেছে ৪০ টাকায়। একইভাবে বেগুন ৩০ টাকা থেকে বেড়ে হয়েছে কেজি প্রতি একশো টাকা। ঝিঙে ৪০, ওল একশো টাকা,সসা ৭০ টাকা। এগুলির দাম ছিল সবই ৪০ টাকার নীচে। পেঁপে গাছেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন শাকের দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে।

এ প্রসঙ্গে সুন্দরবনের কুলতলির কয়েকজন চাষী বলেন কদিনের বৃষ্টির জেরে সব্জিতে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ফসল নষ্ট হয়েছে। কয়েক হাজার টাকার কৃষি কাজে ব্যবহৃত সামগ্রী নষ্ট হয়েছে। এর পাশাপাশি পেঁপে গাছের ব্যাপক ক্ষতি হয়েছে।

কুলতলি ব্লক কৃষি দফতরের এক আধিকারিক বলেন, ভারী বৃষ্টির কারণে চাষিদের ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ কতটা, তা খতিয়ে দেখা হচ্ছে।আর তার পরে সেরকম ব্যবস্থা নেওয়া হবে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *