প্রবোধ দাস: পুরুলিয়ার জেলার রঘুনাথপুরের থার্মাল পাওয়ার সাপ্লাই প্রোজেক্টের জন্য রঘুনাথপুর-২ ব্লকের পাবড়া গ্রামের সামনে ছাই পুকুর তৈরি করে পাম্প হাউস তৈরি করেছেন ডিভিসি কতৃপক্ষ। ওই ছাই পুকুরের জল দীর্ঘদিন ধরে পাবড়া গ্রামের কিছু চাষিদের চাষের জমিতে প্রবেশ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষবাস, এমনই অভিযোগ তুলে আজ (বুধবার) সকাল থেকে বিকেল পর্যন্ত দীর্ঘক্ষণ ধরে ডিভিসির পাম্প হাউসের সামনে পাবড়া গ্রামের বাসিন্দারা বিক্ষোভ দেখায়।
আন্দোলনকারীরা জানান, ২০১৬ সাল থেকে তাঁদের চাষবাস ক্ষতিগ্রস্ত হচ্ছে ডিভিসির ছাই পুকুরের জলে। একাধিক বার ডিভিসি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেননি ডিভিসি কর্তৃপক্ষ। তাই বুধবার পাবড়া গ্রামের ক্ষতিগ্রস্ত চাষিরা ও পরিবারের মহিলারা পাবড়া গ্রামের অদূরে ছাই পুকুরের সামনে অবস্থিত পাম্প হাউসের সামনে গিয়ে অবস্থান বিক্ষোভ করেন।
আন্দোলনকারীদের মধ্যে সত্যজিৎ গরাঁই, শান্ত মিশ্র, চায়না গরাঁই, গোকুল গরাঁইরা বলেন, “২০১৬সাল থেকে আমাদের চাষের জমিতে ডিভিসির ছাই জল ঢুকে চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা একাধিকবার ডিভিসি কর্তৃপক্ষকে জানিয়েও কাজ না হওয়ার কারণে এ দিন আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।”
তাঁরা জানান, এর আগেও একাধিক বার আন্দোলন করা হয়েছিল। কিন্তু কোনো কাজ হয়নি। অবিলম্বে ক্ষতিপূরণের ব্যবস্থা-সহ কাজের ব্যবস্থা করতে হবে। না হলে চাষযোগ্য জমিগুলো ডিভিসি কর্তৃপক্ষ নায্য মূল্য দিয়ে কিনে নিন। তাঁরা জমি বিক্রি করতে রাজি আছেন। কর্তৃপক্ষ তাঁদের দাবি না মানলে এ বার আরও বৃহত্তর আন্দোলন শুরু করবেন বলে হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। অবশেষে বিক্ষোভ উঠে যায়।
Be First to Comment