Press "Enter" to skip to content

পারিবারিক বিবাদের জের ধারালো কাটারির আঘাতে জখম একই পরিবারের ৩, দুর্গাপুরের সগরভাঙায় ব্যাপক উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পারিবারিক বিবাদের জেরে ধারালো কাটারির কোপে জখম তিন, তিনজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙা (গোপীনাথপুর ) গ্রামের পান পাড়ার এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। উত্তেজিত জনতার রোষে পড়েন ওই পরিবারের এক মহিলা | তাকে কোনোক্রমে বাঁচিয়ে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যা নাগাদ, প্রতিদিনকার মতো অশান্তির আওয়াজ শুনে প্রথমটা কেউ কিছু আর সন্দেহ করেনি | এরপর আচমকা অভিযুক্ত মহিলার প্রথম পক্ষের স্বামী ধারালো কাটারি নিয়ে তাড়া করে পরিবারের কয়েকজনকে এবং আঘাত করে পরিবারের তিন জনকে | এরপরই আশপাশের লোকজন বাইরে বেরিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তিন জন। সঙ্গে সঙ্গে কোকওভেন থানায় খবর দেওয়া হয় |

পুলিশের একটি বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে | পুলিশকে ঘিরে ধরে নিজেদের ক্ষোভ উগরে দেয় স্থানীয়রা | পুলিশ অভিযুক্ত এক ব্যক্তিকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশ গাড়িতে তোলে |

এরপর পরিবারের আর এক মহিলাকে পুলিশ গাড়িতে তুলতে গেলে উত্তেজিত জনতার রোষ আছড়ে পড়ে ওই মহিলার ওপর | তাদের অভিযোগ, যত কাণ্ড এই মহিলাকে ঘিরে | তারফলে রীতিমতো ওই মহিলার ওপর চড়াও হয় উত্তেজিত জনতা |

কোনোমতে কোকওভেন থানার পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় । গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের সগরভাঙা গ্রামের পান পাড়া এলাকায় | কোনোক্রমে পুলিশ উত্তেজিত জনতাকে শান্ত করে। স্থানীয়রা বলেন, পান পাড়ার পরিবেশকে ওই পরিবার নষ্ট করে রেখেছে । কোকওভেন থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *