অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল : ভুয়ো কল সেন্টার তৈরি করে সাধারণ মানুষকে প্রতারণা করা হতো বলে অভিযোগ । এই অভিযোগ পাওয়ার পরেই মঙ্গলবার বিকালে আসানসোলে আইটি পার্কে হানা দেয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানা। সঙ্গে ছিল হিরাপুর থানার পুলিশের একটি দল।

এই কল সেন্টার চালানোর অভিযোগে, গ্রেফতার করা হয়েছে মোট ৬ জনকে। কল সেন্টার থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি ও সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা গেছে, আসানসোল উত্তর থানার কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপ সরকারি ওয়েবেল আইটি পার্ক থেকে ভুয়ো কল সেন্টার চালানো হচ্ছিল বলে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছে অভিযোগ আসে। এরপরই তদন্তের দায়িত্ব দেওয়া হয় সাইবার থানাকে। আধিকারিকরা তদন্তে নেমে জানতে পারেন, সেখান থেকে সারাদেশে ফোন করে মানুষকে প্রতারিত করা হচ্ছে।

এর পর হিরাপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ও সাইবার থানার পুলিশের একটি দল যৌথভাবে এদিন বিকেলে ওই আইটি পার্কে অভিযান চালায়। সেখান থেকে ধরা হয় মোট ৬ জনকে।
এই প্রসঙ্গে সাইবার থানার এক আধিকারিক বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইটি পার্কে চলা ওই কল সেন্টারে অভিযান চালানো হয় । প্রচুর নথি ও সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, সরকারি আইটি পার্কে কল সেন্টারটি পরিকল্পনা করেই তৈরি করা হয়েছিল। যাতে কারোর কোনো রকম সন্দেহ না হয়। এখানে থেকে বিভিন্ন মানুষের ফোন নম্বর নিয়ে তাদেরকে ফোন করে প্রতারণা করা হতো।




Be First to Comment