অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: সালানপুর ব্লকের কল্যা পঞ্চায়েতের অন্তর্গত কল্যাগ্রামে পুকুরের পুনঃ সংস্কারের কাজ শুরু করা হল। ফিতে কেটে নারকেল ফাটিয়ে শুভ সূচনা করেন সালানপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, কল্যা পঞ্চায়েত প্রধান শ্রীকান্ত পাতর,সমাজসেবী ভোলা সিং।
এদিন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র জানান, প্রায় কয়েক লক্ষ টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গ সরকার জলসেচ সম্পদ উন্নয়ন বিভাগের উদ্যোগে এবং বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় কল্যাগ্রামে বহু পুরাতন একটি বিশাল আকারের পুকুরকে মাটি কেটে পুনরায় তৈরি করা হচ্ছে।
স্থানীয় গ্রামবাসীরা বহুদিন আগে জানিয়ে ছিলেন, এই পুকুরটিতে পলি জমে প্রায় বুজে গিয়েছিল। যার কারনে গ্রামের মানুষের স্নান করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজের সমস্যা হয়ে পড়েছিল। সেই সমাধানের জন্যে আজকে এই পুকুরটি কাটা হল। তাছাড়া এই পুকুর কেটে মাছ চাষ করা হবে যাতে স্থানীয় বহু বেকার যুবকদের কর্মসংস্থান হবে ।
স্থানীয় এক বাসিন্দা উত্তম রায় জানান, এই পুকুরটি প্রায় আঠারো বিঘা জমির উপর রয়েছে । অনেক আগে থেকেই পুকুর ছিল কিন্তু পুকুরটি নোংরা আবর্জনা এবং পলি জমে প্রায় ভরাট হয়ে গিয়েছিল । তাতে গ্রামের মানুষের বহু অসুবিধা হচ্ছিল। সেই কারনে বিধায়ক বিধান উপাধ্যায়কে জানানোর পর আজ পুকুরটি খনন করা হচ্ছে।





Be First to Comment