প্রবোধ দাস, পুরুলিয়া: বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির তাণ্ডবে গতকাল বৃহস্পতিবার রাত্রি প্রায় ১১ টা নাগাদ পুরুলিয়া জেলার আদ্রা থানার অন্তর্গত রাঙ্গুনী এলাকায় একটি বাড়িতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
ঘটনায় বাড়ির মধ্যে থাকা এসি, ফ্যান, টিভি, লাইট সহ একাধিক জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে যায়। ইলেকট্রিকের তারে আগুন লেগে বাড়ির মধ্যে থাকা একাধিক রুমের পাকা দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় আহত হন বাড়ির মধ্যে থাকা এক মহিলা সহ আরও বেশ কয়েকজন ব্যক্তি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান বাড়ির মধ্যে থাকা পরিবারের সদস্যরা।
এই পরিবারের সদস্য প্রাক্তন পুলিশকর্মী মধুসূদন বড়ালের দাবি, পুরো ঘটনায় প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় আদ্রা থানার পুলিশ।

অন্যদিকে ঘটনার খবর পেয়ে সকাল থেকেই বাড়ির মধ্যে ভিড় জমাতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সাধন চৌধুরী ও বিশিষ্ট সমাজসেবী জয়দেব বাউর সহ নেতা নেতৃত্বে ঘটনা চলে উপস্থিত হন।
অপর দিকে খবর পাওয়ার পরে কাশিপুরের বিধায়ক কমলাকান্ত হাসদা ওই প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে গিয়ে হাজির হন। তিনি আশ্বাস দেন সরকারিভাবে তিনি জানাবেন এবং সরকারি সাহায্য পেতে তিনি সহযোগিতা করবেন।



Be First to Comment