চিত্তরঞ্জন : রেলশহর চিত্তরঞ্জনে উচ্ছেদ আটকাতে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জিএমের সঙ্গে বুধবার বৈঠক করলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।
চিত্তরঞ্জন শহরের আমলাদহি বাজারে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রায় ১৫০ টি দোকান ভেঙে দেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছিল রেল প্রশাসন। তার আগেই বেশকিছু দোকানদারেরা নিজেরা নিজেদের দোকান খালি করতে শুরু করে দিয়েছিল।
তবে এই উচ্ছেদ অভিযানের কথা জানতে পারা মাত্রই বুধবার রেল ইঞ্জিন কারখানার ছুটে যান বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়। তিনি নিজে এই প্রসঙ্গে জিএমের সাথে বৈঠক করেন। সেখানে তিনি জিএমকে অনুরোধ করেন দুর্গাপুজার সময় এই উচ্ছেদ অভিযান বন্ধ রাখতে। পরে তিনি বলেন, জিএম আমাকে আশ্বাস দিয়েছেন যে, রেল বোর্ডের সাথে বিষয়টি নিয়ে কথা বলবেন।

মেয়র আরও বলেন, জিএমও মানুষ, তাই আশা করি সাধারণ মানুষের সমস্যার বিষয়টি বুঝবেন। তাছাড়া যাদের উচ্ছেদ করা হচ্ছে তাদের যেন সমস্ত নিয়ম কানুন মেনে থাকার জন্য রেল কর্তৃপক্ষ আবাসন দেয় তা নিয়েও আলোচনা করা হয়েছে ।
এদিন বিধায়ক বিধান উপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহঃ আরমান, ভোলা সিং,শ্রমিক নেতা ইন্দ্রজিৎ সিং সহ আরও অনেকে।
অন্যদিকে, এদিনই রেল শহরের উচ্ছেদ করা নিয়ে চিত্তরঞ্জন রেলওয়ে মেনস্ কংগ্রেসের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সিং দুটি দাবি নিয়ে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জিএমকে একটি চিঠি লিখেছেন।
তাতে তিনি পুনর্বাসন দিয়ে এই উচ্ছেদ অভিযান চালানোর অনুরোধ করেছেন। বারাবনির বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের বৈঠক ও তার অনুরোধ নিয়ে রেল ইঞ্জিন কারখানা কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




Be First to Comment