Press "Enter" to skip to content

নদীর চরে ম্যানগ্রোভ জঙ্গলে ভাঙন, আতঙ্কে সুন্দরবনের মানুষ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন : নদীর চরে ম্যানগ্রোভ জঙ্গলে ভাঙ্গন, আতঙ্কে সুন্দরবনের মানুষ। সুন্দরবনের নামখানা ব্লকের বুধাখালি এলাকার নদীর চরে ম্যানগ্রোভ জঙ্গলে শুরু হয়েছে বিশাল ভাঙন, ইতিমধ্যে ম্যানগ্রোভ গাছ সহ নদীর চর ভেঙে গিয়ে নদীতে তলিয়ে যাচ্ছে, বড় বড় ম্যানগ্রোভ সহ মাটির চর।আর নদীর ধারে বাস করা প্রায় শতাধিক পরিবারের মানুষজন আতঙ্কে।

এই নদী বাঁধ রক্ষা করা যাবে তো প্রশ্ন থেকেই যাচ্ছে, যেখানে ম্যানগ্রোভ নদীর বাঁধ নদীর চর রক্ষা করে,আর সেখানেই ম্যানগ্রোভ মাটির ধসের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে নদীতে।আর তাই আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে এলাকার মানুষকে।আতঙ্কিত এলাকার মানুষ।ইতিমধ্যে প্রায় এক বিঘা নদীর চর নদী গর্ভে তলিয়ে গেছে সঙ্গে গিয়েছে ম্যানগ্রোভ।এই ভাবে ভাঙতে থাকলে আর কয়েকদিনের মধ্যে নদী বাঁধ তলিয়ে যাবে এমনই আশঙ্কা এলাকাবাসীর।

এ ব্যাপারে স্থানীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বংকিম চন্দ্র হাজরা বলেন,বাঁধ মেরামত করে ও নতুন করে আরো বেশি করে ম্যানগ্রোভের চারা বসানো হবে ওখানে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *