আসানসোল : বুধবার বেলা বারোটা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে দুর্গাপুর অভিমুখে সমর চন্দ্র গড়াই (৫২) নাম এক ব্যক্তি ইলেকট্রনিক্স স্কুটি নিয়ে যাওয়ার সময় জাতীয় সড়কের একেবারে মাঝ বরাবর চলে যাওয়ার ফলে তার ওপর দিয়ে একটি দ্রুতগতিতে বহরমপুরগামী যাত্রী বোঝাই বাস চাপা দেয়, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
স্থানীয় এলাকার গ্যারেজ মিস্ত্রিরা বিষয়টি লক্ষ্য করে, পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাতীয় সড়কের এক প্রান্তে যান চলাচল আটকে দেহটিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। একই সাথে ওই ঘাতক যাত্রী বোঝাই বাস টিকে আটক করে। স্থানীয় এলাকার বাসিন্দারা জানিয়েছেন, জাতীয় সড়কের মধ্যে এরূপভাবে ইলেকট্রনিক্স স্কুটি চালানো অত্যন্ত বিপদজনক । তারপরও ওই ব্যক্তি এরূপভাবে চলে যাওয়ায় সম্ভবত যাত্রী বোঝায় বাস দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটাতে পারে।
যদিও এই ঘটনার পরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার ফলে কোনরূপ কোন বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে, জাতীয় সড়কে এরূপ ব্যাটারি চালিত স্কুটি চালানো কতটা নিরাপদ, তা নিয়ে প্রশাসনের নজরদারি কতটা রয়েছে, সে সকল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে ।
স্থানীয়দের বক্তব্য, ইলেকট্রনিক্স স্কুটি জাতীয় সড়কে চালিয়ে কাল হলো এগারা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বছর ৫২-র সমর চন্দ্র গড়াইয়ের।
Be First to Comment