অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: বিজেপি এখনও আসানসোল কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারেনি। তা সত্ত্বেও, বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা নেতৃত্ব লোকসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের শীতলায় বিজেপির জেলা অফিসে উদ্বোধন করা হয় ‘আসানসোল বিজেপি লোকসভা ইলেকশন অফিস বা নির্বাচনী কার্যালয়’।
শনিবার এক অনুষ্ঠানে ফিতে কেটে এই কার্যালয়ের উদ্বোধন করেন আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়। অন্যদের মধ্যে ছিলেন প্রাক্তন জেলা সভাপতি দিলীপ দে, জেলা সম্পাদক অভিজিৎ রায়, আশা শর্মা, নির্মল কর্মকার, প্রশান্ত চক্রবর্তী।
উদ্বোধনের পরে জেলা কার্যালয়ে একটি সভাও হয়। সেখানে জেলা সভাপতি-সহ অন্যরা বক্তব্য রাখেন। ভোটের সময় কী ভাবে নেতা-কর্মী-সমর্থকদের সচেতন থাকতে হবে, কী ভাবে নিজের নিজের দায়িত্ব সামলাতে হবে, সেই সমস্ত কিছু বক্তাদের বক্তব্যের মধ্যে উঠে আসে ।
Be First to Comment