জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের ভোট প্রচার। ছবি: প্রতিবেদক
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: শনিবার ভোট ঘোষণার পরে প্রথম রবিবাসরীয় ভোট প্রচার জমিয়ে দিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা দু’বারের সাংসদ প্রতিমা মণ্ডল।
এক সপ্তাহ আগে তৃণমূল কংগ্রেসের তরফে তৃতীয় বারের জন্য প্রতিমা মণ্ডলের নাম ঘোষণার পর থেকে একদিনের জন্যও প্রচারে কোনো ঘাটতি রাখেনি বিদায়ী সাংসদ। জয়নগরের বহু জাগ্রত ধন্বন্তরী কালী মায়ের মন্দিরে পুজো দিয়ে তিনি তাঁর প্রচার কাজ শুরু হয়েছে এক সপ্তাহ আগেই। জয়নগর, বাসন্তী, গোসাবা, ক্যানিং, মগরাহাট বিধানসভা এলাকায় প্রচারের পর রবিবার কুলতলি বিধানসভায় প্রচার করলেন তিনি।
এ দিন কুলতলির বিধায়ক গনেশচন্দ্র মণ্ডলকে সঙ্গে নিয়ে কুলতলি বিধায়ক কার্যালয়ের সামনের মাঠে এক কর্মীসভায় অংশ নেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এর পরে বিধায়ক কার্যালয়ের কাছ থেকে জামতলা বাসস্ট্যান্ড পর্যন্ত মহামিছিলে অংশ নেন তিনি।
এ দিন এই মহামিছিলে বিদায়ী সাংসদ, বিধায়ক, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন। এ দিন কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা এই মিছিলে পা মেলালেন। এই এলাকার মানুষের কাছে তৃতীয় বারের জন্য সংসদে যাওয়ার অনুমতি ভিক্ষা করেন প্রতিমা। তিনি বলেন, “সুন্দরবনের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে আপনাদের আশীর্বাদ আবার চাই। আমি সুন্দরবনের উন্নয়নে বাকি থাকা কাজগুলোকে শেষ করতে চাই।”
Be First to Comment