নিজস্ব সংবাদদাতা, আসানসোল: বাড়িতে উনুনে আগুন পোহাতে গিয়ে পুড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। আসানসোল উত্তর থানার দক্ষিণ ধাদকার মহুয়াডাঙ্গা লোকো কলোনির বাসিন্দা মৃত বৃদ্ধার নাম রাধিকা যাদব (৭৯)।
মঙ্গলবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে বৃদ্ধার মৃতদেহর ময়নাতদন্ত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি ঠান্ডার হাত থেকে বাঁচতে বাড়িতে উনুনে আগুন পোহাচ্ছিলেন আসানসোলের বাসিন্দা রাধিকা যাদব। আচমকাই উনুনের আগুন তাঁর গায়ের কাপড়ে লেগে যায়। তাঁর চিৎকারে বাড়ির লোকেরা দৌড়ে আসেন। আগুন নিভিয়ে তারা তাঁকে আসানসোলে ডিভিশনাল রেল হাসপাতালে ভর্তি করেন। শেষ পর্যন্ত সেখানে সোমবার রাতে বৃদ্ধার মৃত্যু হয়।
পুলিশ জানায়, অনবধানতার কারণে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।
Be First to Comment