বোলপুর: রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা! শুক্রবার সকালে ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আধিকারিকরা। চন্দ্রনাথের বোলপুরের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী।
সূত্রের খবর, এ দিন সকাল সাড়ে ৬টা থেকে সাতটার মধ্যে দুটি গাড়িতে বোলপুর পৌঁছে যায় ইডি-র টিম। কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের নিচুপট্টির ‘চন্দ্রালয়’ নামের বাড়িটি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী।
জানা যায়, ইডি টিম ঘটনাস্থলে পৌঁছানোর সময় নিজের বাড়িতে ছিলেন না মন্ত্রী। তিনি ছিলেন তাঁর গ্রামের বাড়ি মুরারইতে। সাড়ে ১০টার কিছু ক্ষণ পরে তিনি মুরারইয়ের বাড়ি থেকে বোলপুরের উদ্দেশে রওনা দেন। ঘটনায় প্রকাশ, বোলপুরের বাড়িতে ছিলেন মন্ত্রীর স্ত্রী ও তাঁর দুই ছেলে। তাঁদের উপস্থিতিতেই দোতলা বাড়ির দুটি তলাতেই ইডি-র আধিকারিকরা তল্লাশি শুরু করেন।
গত মাসেই দেখা গিয়েছিল, বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়ির পাশের কার্যালয়ে হানা দেয় ইডি। একইসঙ্গে অনুব্রত যে কালীপুজো করেন, সেই প্রতিমার বিপুল গয়নার উৎস জানতে স্থানীয় ব্যাঙ্কেও গিয়েছিল ইডির দল। এ বার রাজ্যের মন্ত্রীর বাড়িতে পৌঁছল ইডির দল।
বলে রাখা ভালো, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবেই জেলার রাজনীতিতে পরিচিত চন্দ্রনাথ। অনুব্রত মণ্ডলের পাড়াতেই তাঁর বাড়ি। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মাসদেড়েক আগে চন্দ্রনাথের নাম উঠে এসেছে। অভিযোগ উঠেছে, রাজ্যের উচ্চপ্রাথমিক, নবম ও দশমের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় বেআইনিভাবে অনেকের চাকরি হয়েছে। আর সেই ঘটনার সঙ্গে চন্দ্রনাথ যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যে তাঁর রেফারেন্সে নিয়োগ করা হত। আর সেইসব অভিযোগ ঠিক কিনা, তা খতিয়ে দেখতেই তাঁর বাড়িতে অভিযান চালানো হয়েছে বলে ইডি সূত্রে খবর।
Be First to Comment