Press "Enter" to skip to content

মথুরাপুর গ্রামীণ হাসপাতালের ভিতর তৈরি হতে চলেছে ইকো টুরিজম পার্ক

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,মথুরাপুর: হাসপাতালের মধ্যেই এবার ইকো ট্যুরিজম পার্ক, অবিশ্বাস্য হলেও এটাই এবার সত্যি হতে চলেছে মথুরাপুরে। মথুরাপুর গ্রামীণ হাসপাতাল চত্বরের বড় দীঘিকে ঘিরে এবার গড়ে উঠতে চলেছে মনমুগ্ধকর এই পার্ক।বেশ কয়েক মাস আগে থেকেই শুরু হয়েছিল এই পার্ক তৈরির কাজ।

হাসপাতালে আসা রোগী এবং রোগীর পরিবারের মানুষজনের একটু মন ভাল করতে এই ধরনের প্রয়াস হাসপাতালের রোগী কল্যাণ সমিতির।পার্ক তৈরির পর সেখানে বসানো হবে একাধিক মনীষীদের মূর্তি। ইতিমধ্যে একাধিক ফুলের গাছ লাগানো হয়েছে সেখানে। বয়স্কদের জন্য পার্কে থাকছে হাঁটার ব্যবস্থা।গাছের ছায়ায় ঘেরা হাসপাতালের দীঘিটিতে এখন দিনের সবসময় শীতল বাতাস প্রবাহিত হয়। সেটিকে ঘিরে সৌন্দর্যায়নের এই প্রয়াস মন কেড়েছে সকলের।

সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে এই পার্ক খুলে যাবে।এর আগে এই হাসপাতালে তৈরি করা হয়েছিল ঔষধি গাছের বাগান। এবার তার সঙ্গে তৈরি হচ্ছে এই পার্ক। এই পার্ক তৈরি হয়ে গেলে জেলার অন্যান্য হাসপাতালগুলির কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করবে এই গ্রামীণ হাসপাতাল।মথুরাপুর-১ ব্লক প্রশাসনের উদ্যোগে এই পার্ক তৈরি করা হচ্ছে।

এব্যাপারে রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা মথুরাপুর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার বলেন, এই পার্ক ভবিষ্যতে রোগী ও রোগীর পরিবারের কাছে খুশির হাওয়া বয়ে আনবে। সেই সঙ্গে উপকৃত হবেন স্থানীয় বাসিন্দারা।আমরা সুস্থ পরিবেশের মধ্যে রোগী ও রোগীর পরিবারদের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চলেছি।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *